আজ রোববার (২৩ নভেম্বর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকেল ৫টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় পুনরায় খোলা হবে।
শনিবার (২২ নভেম্বর) ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো দীর্ঘদিন ধরে অবহেলায় রয়েছে; প্রতিটি হলে ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যবেক্ষণ ও মেরামতের প্রয়োজন। প্রকৌশলীদের মতে, এসব কারিগরি পর্যবেক্ষণ শেষ করতে চার সপ্তাহ সময় লাগলেও সিন্ডিকেট দুই সপ্তাহের সময়সীমা নির্ধারণ করেছে। তাই হল খালি করাই জরুরি।”
এ কারণে আগামী দুই সপ্তাহ সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। রোববার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। হল ত্যাগের সময় কক্ষগুলো পরিদর্শনের প্রয়োজন হওয়ায় রুমের চাবি সংশ্লিষ্ট হাউস টিউটরের কাছে জমা দিতে বলা হয়েছে।



