নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১২ নভেম্বর) রাতের দিকে সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতনামা দুইজন মোটরসাইকেল আরোহী এসে হঠাৎ সিএনজিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা আওয়ামী লীগ বা তার অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী-সমর্থক হতে পারে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “যাত্রী বেশে দুইজন যুবক সিএনজিতে আগুন দিয়েছে। আগুন দেওয়ার পর তারা দ্রুত পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে।”


