ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির ভেতরের সামনের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে মহাসড়কের মহিপাল পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে পল্লী বিদ্যুৎ অফিসের পাশে ঢাকা মুখী লেনে ফেনী-চট্টগ্রাম রুটের রনি-রানা পরিবহনের একটি বাস পার্ক করে রাখা ছিল। হঠাৎ অজ্ঞাত ব্যক্তিরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হোসেন বলেন, “প্রতিদিন সন্ধ্যায় চালকরা গাড়িগুলো সড়কের পাশে রেখে বাড়িতে চলে যান। রাত ৯টা ৫০ মিনিটের দিকে হঠাৎ আশপাশের মানুষের চিৎকারে বাইরে এসে দেখি গাড়িতে আগুন লেগেছে। পরে সবাই মিলে পানি এনে আগুন নিভাই। চালকের আসনসহ সামনের অংশ পুড়ে গেছে।”

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই, তবে তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি নাশকতা হতে পারে।”

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি নাশকতার অংশ কিনা তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Share.
Leave A Reply

Exit mobile version