দেশে এবার সপ্তাহের প্রথম কার্যদিবসে নির্ধারিত সময়ে লেনদেন শুরু করতে পারেনি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

রবিবার (৫ জানুয়ারি) সকাল ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন এখনো শুরু হয়নি।

ডিএসইর ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে আমরা সকাল ১০টা থেকে কাজ শুরু করতে পারছি না। লেনদেন শুরুর সময় পরে জানানো হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, সার্ভার জটিলতায় সকাল থেকে লেনদেন বন্ধ রয়েছে। সকাল ১০টা থেকে লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি।

তবে ডিএসইর আইটি টিম সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, সমস্যার সমাধান হওয়া মাত্রই লেনদেন শুরু করা হবে।

অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন স্বাভাবিকভাবেই চলছে বলে জানা গেছে। 

এর আগে, ২০২৪ সালের ১০ মার্চ লেনদেনের শুরুতে ডিএসইর ওয়েবসাইটে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল।

Share.
Leave A Reply

Exit mobile version