টাঙ্গাইলের বাসাইল উপজেলায় একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘বাংলা স্টার’ নামে একটি যাত্রীবাহী বাস রাতে ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে দুর্বৃত্তরা চলন্ত অবস্থায় বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস. এম. হুমায়ুন কর্ণায়েন বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান, “ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একটি স্থানে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল কিছুটা ধীর হয়ে যায়। এ সময় ‘বাংলা স্টার’ বাসটির পেছনে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। বাসের যাত্রীরা নিরাপদে বের হয়ে এলেও পুরো বাসটি পুড়ে যায়।”

তিনি আরও বলেন, “ঘটনার পর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Share.
Leave A Reply

Exit mobile version