ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল করছে বাংলাদেশ ছাত্রশিবিরের ঢাকা মহানগর শাখা।

শুক্রবার (৩১ জানুয়ারি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে জুম্মা নামাজের পর এ গণমিছিলটি শুরু হয়। 

এ সময় ছাত্রশিবিরের নেতারা ‘নারে তাকবির, আল্লাহ হুক বর, ছাত্রশিবির জিন্দাবাদ,’  ‘আবু সাঈদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘হই হই রইরই ছাত্রলীগ গেলি কই,’ ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’ ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা,’  ‘ছাত্রলীগের ঠিকানা, এই  বাংলায় হবে না,’ ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলা হবে না,’ ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনা ফাঁসি চাই,’ ‘সবাই ধরে বারবার, শিবির ধরে একবার স্লোগান দেন । 

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হবে। 

ছাত্রশিবিরের গণমিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। দলীয় পতাকা নিয়ে স্লোগানে মুখরিত ছিল ছাত্রশিবিরের এই গণমিছিল।

Share.
Leave A Reply

Exit mobile version