আফগানিস্তানকে হারিয়ে টিকে রইল বাংলাদেশ এশিয়া কাপে। তবে টাইগারদের ভাগ্য এখন শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ওপর নির্ভর করছে। বৃহস্পতিবারের লড়াই শেষেই জানা যাবে লাল-সবুজের দল সুপার ফোরে উঠতে পারবে কি না।

বাংলাদেশকে বাঁচিয়ে রাখার নায়ক অবশ্যই নাসুম আহমেদ। চার ওভারে মাত্র ১১ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট, এর মধ্যে একটি মেডেনও। তার নিয়ন্ত্রিত বোলিংই ম্যাচের মোড় ঘুরিয়েছে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্যাটার তানজিদ হাসান তামিমও নাসুমকে কৃতিত্ব দিয়ে বলেন, “নাসুম ভাই এর আগেও নেদারল্যান্ডস সিরিজে এসেই ম্যাচসেরা হয়েছিলেন। উনি যখনই একাদশে আসেন, নিজের সেরাটা উজাড় করে দেন। আজও তার বোলিংই আমাদের জয় এনে দিয়েছে।”

তবে জয়ের ব্যবধান আরেকটু বড় হতে পারত বলে আক্ষেপও ঝরল তামিমের কণ্ঠে, “প্রথম ওভার থেকেই (নাসুম) খেলাটা আমাদের দিকে টেনে এনেছে। শেষদিকে যদি কয়েকটা বাউন্ডারি না আসত, তাহলে আরও স্বস্তিতে জিততে পারতাম।”

অন্যদিকে, শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ নিয়েও চলছে নানা হিসাব-নিকাশ। তবে লঙ্কানদের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আরলন্ড মনে করেন, শ্রীলঙ্কা শুধু নিজেদের নিয়েই ভাববে— “শ্রীলঙ্কা বাংলাদেশকে নিয়ে ভাববে না। তারা নিজেরাই উন্নতির দিকে নজর দেবে এবং পরের রাউন্ডে যাওয়ার জন্য যথেষ্ট ভালো খেলবে। তবে আশা করি, বাংলাদেশও এর থেকে উপকৃত হবে।”

Share.
Leave A Reply

Exit mobile version