অনলাইন ডেস্ক
বিশ্বব্যাপী জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হলো একাধিক নতুন ও আকর্ষণীয় ফিচার। সম্প্রতি এক ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর বিস্তারিত প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। চ্যাট, কল ও চ্যানেলের জন্য এসব নতুন ফিচার যুক্ত করেছে মেটা।
এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হলো—গ্রুপ চ্যাটের ‘অনলাইন’ ইন্ডিকেটর। এই ফিচারের মাধ্যমে সহজেই জানা যাবে কোন গ্রুপ সদস্য বর্তমানে অনলাইনে আছেন। সেই সঙ্গে কাস্টম নোটিফিকেশন অপশন রয়েছে। ব্যবহারকারীরা চাইলে এখন থেকে সব ধরনের বার্তার নোটিফিকেশন পেতে পারেন কিংবা কেবল তখনই নোটিফিকেশন পাবেন, যখন কেউ তাঁকে মেনশন করবে বা তাঁর বার্তার জবাব দেবে।
এ ছাড়া, ব্যক্তিগত চ্যাটে এখন থেকে ইভেন্ট অ্যাটাচ করার সুবিধা চালু করা হয়েছে।
আইফোন ব্যবহারকারীরা এখন চাইলে হোয়াটসঅ্যাপকে ডিফল্ট কল ও মেসেজ অ্যাপ হিসেবেও সেট করতে পারবেন। অন্য একটি ফিচারের মাধ্যমে এখন আইফোন ব্যবহারকারীরা ডকুমেন্ট স্ক্যান করে পাঠাতে পারবেন। এই সুবিধা ব্যবহারের জন্য ব্যবহারকারীকে অ্যাটাচমেন্ট অপশন থেকে ‘স্ক্যান ডকুমেন্ট’ অপশন নির্বাচন করতে হবে এবং এরপর ধাপে ধাপে ডকুমেন্ট স্ক্যান, ক্রপ ও সংরক্ষণ করা যাবে।
এ ছাড়া ভিডিও কলেও এসেছে বেশ কিছু পরিবর্তন। পিঞ্চ করে জুম ইন-আউট করার সুবিধা, কল চলাকালে চ্যাট থেকে সরাসরি নতুন কাউকে যুক্ত করার অপশন এবং ভালো নেটওয়ার্ক খুঁজে নেওয়ার জন্য উন্নত ভিডিও কল রাউটিং সিস্টেম—সবই যুক্ত হয়েছে নতুন আপডেটে। কল রাউটিং সিস্টেমের ফলে ভিডিও কল এখন আরও নির্ভরযোগ্য এবং উচ্চমানের হবে। কল ড্রপ বা ভিডিও ফ্রিজ হওয়ার সমস্যা অনেকটাই কমবে।
অ্যাপটির উন্নত ব্যান্ডউইথ শনাক্তকরণ প্রযুক্তি এখন ইন্টারনেটের গতি বুঝে আরও বেশি এইচডি মানের ভিডিও কল করার সুযোগ দেবে।
এখন থেকে চ্যানেল অ্যাডমিনরা ব্যবহার করতে পারবেন ভিডিও নোটস ও ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন ফিচার। তারা এখন নিজেদের চ্যানেলের প্রচারণার জন্য বিশেষ কিউআরকোড শেয়ার করতে পারবেন, যা সরাসরি চ্যানেলের লিংকে নিয়ে যাবে।
আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো—চ্যানেল থেকে পাঠানো ভয়েস মেসেজের একটি লিখিত সারাংশ এখন পাওয়া যাবে। ফলে আপনি যদি চলাফেরার মধ্যে থাকেন বা আলাদা করে প্রতিটি মেসেজ শোনার সময় না থাকে, তাহলে সারাংশ পড়েই আপডেট বুঝে নিতে পারবেন।
আপনার ডিভাইসে এখনো এসব ফিচার দেখা না গেলে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ আপডেট করে নিতে হবে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ