আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির ২ গ্রুপের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১১ জানুয়ারি) এ সংঘাতে বেশ কিছু দোকানে হামলাও হয়েছে। ইটের আঘাতে এখন পর্যন্ত উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল গণমাধ্যমকে বলেন, মুকসুদপুরে বেশ কিছুদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহর সমর্থকদের মধ্যে কোন্দল চলে আসছিল।
তিনি বলেন, এরই জেরে আজ শুক্রবার সন্ধ্যার দিকে সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহর এক সমর্থক তাঁর দেওয়া ক্যালেন্ডার বিতরণ করছিলেন। এ নিয়ে সেলিমুজ্জামান সেলিমের কয়েকজন সমর্থক ক্যালেন্ডার বিতরণকারীকে মারধর করে। এ নিয়ে এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, একপর্যায়ে উভয় গ্রুপের কয়েক হাজার সমর্থক মুকসুদপুরের চৌরঙ্গী মোড়ে জড়ো হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অংশ নেয় এবং একপর্যায়ে উভয় গ্রুপ ইটপাটকেল নিয়ে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পুরো এলাকাজুড়ে রণক্ষেত্রে পরিণত হয়। পরে খবর পেয়ে মুকসুদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। পরিস্থিতি এখন শান্ত।