জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল সোমবার রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি দেখা দিলে তাকে দ্রুত রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তাকে হাসপাতালে ভর্তি করতে হবে।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি তার মাইল্ড হার্ট অ্যাটাক ও হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

ডা. আশীষ বলেন, “এ ধরনের রোগীদের সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এরপর তার পরবর্তী চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

একসময় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন হাসান মাসুদ। পরে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। পরবর্তীতে ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে বিনোদন অঙ্গনে তার অভিনয়যাত্রা শুরু হয়। এরপর তিনি ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করেন এবং ধারাবাহিকভাবে টেলিভিশন নাটকে কাজ শুরু করেন।

তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে— ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ এবং ‘প্রভাতী সবুজ সংঘ’।

দীর্ঘ সময় ছোট পর্দায় জনপ্রিয়তা ধরে রাখার পর হঠাৎ করেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন এই গুণী অভিনেতা।

Share.
Leave A Reply

Exit mobile version