গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে ২৪ ঘণ্টায় অন্তত ৬০ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।
তবে প্রকৃত নিহত ও আহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপে বহু মরদেহ চাপা থাকলেও লোকবল ও সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত দুই বছরে গাজায় ইসরায়েলি অভিযানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৫৪৯ জনে, আর আহত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জন।
এ ছাড়া যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে শুক্রবার আরও ৫ জন নিহত ও ৩৩ জন আহত হন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলের অভিযানে এই পরিস্থিতি তৈরি হয়। ওই দিন হামাসের যোদ্ধারা ইসরায়েলে ঢুকে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এরপর থেকেই গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েল।
আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে।
তবে নেতানিয়াহু বলেছেন, হামাসকে সম্পূর্ণ উচ্ছেদ না করা পর্যন্ত অভিযান চলবে।
সূত্র : আলজাজিরা, আনাদোলু এজেন্সি