ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে অনেকেই নারী ও শিশু। এছাড়া সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরায়েল।

বুধবার (২৬ মার্চ) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার গাজায় ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৩৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। নিহতদের মধ্যে অনেক শিশু এবং নারীও রয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৫০ হাজার ১৪৪ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ১ লাখ ১৩ হাজার ৭০৪ জন আহত হয়েছেন।

গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা আপডেট করে ৬১ হাজার ৭০০ জনেরও বেশি উল্লেখ করে জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

এদিকে গাজায় আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, গাজা উপত্যকার মধ্যাঞ্চলে অবস্থিত আল-বুরেইজ শরণার্থী শিবিরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় এক শিশু নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

শিশুবিষয়ক আন্তর্জাতিক সহায়তা সংস্থা সেভ দ্য চিলড্রেন বলেছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী পুনরায় যুদ্ধ শুরু করার পর এক সপ্তাহে ২৭০ জনের বেশি শিশু নিহত হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর গত কয়েক দিন শিশুদের জন্য সবচেয়ে প্রাণঘাতী হয়ে উঠেছে।

সংস্থাটির গাজায় শিশুবিষয়ক পরিচালক র‌্যাচেল কামিংস বলেছেন, “বোমা পড়ছে, হাসপাতালগুলো ধ্বংস হয়ে গেছে, শিশুদের হত্যা করছে এবং বিশ্ব নীরব। কোনও সহায়তা নেই, কোনও নিরাপত্তা নেই, ভবিষ্যৎ নেই।”

এছাড়া সিরিয়ায় ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। দেশটির ডেরায় চালানো এই হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এই হামলার নিন্দা জানিয়েছে কাতার ও সৌদি আরব।

অন্যদিকে ইয়েমেনে মার্কিন সামরিক বাহিনী বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। লোহিত সাগরের জাহাজ চলাচলে হুথিদের পুনরায় আক্রমণের হুমকির প্রেক্ষিতে মার্কিন বাহিনী ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে হামলা চালিয়ে যাচ্ছে।

হুথি-সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভি জানিয়েছে, মার্কিন বাহিনী উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের সাহার জেলায় দুটি অভিযান চালিয়েছে। চ্যানেলটি একই জেলায় তিনটি হামলার খবর প্রকাশ করার কয়েক ঘণ্টা পরে সর্বশেষ অভিযানগুলো শুরু হয়।

আল জাজিরা বলছে, গত ১৫ মার্চ থেকে মধ্যপ্রাচ্যের দরিদ্র এই দেশটিতে প্রতিদিন আক্রমণ চালিয়ে আসছে মার্কিন সামরিক বাহিনী। লাতাগার এই হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।

গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধের কারণে হুথিরা লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত জাহাজগুলোতে পুনরায় আক্রমণ শুরু করার হুমকি দেওয়ার পরে এই অভিযান শুরু হয়েছিল।

Share.
Leave A Reply

Exit mobile version