কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি এরিয়া অফিসের সাইনবোর্ডে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২২ নভেম্বর) গভীর রাতে শহরের পিটিআই সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে এ ঘটনা ঘটে।

দুই দিনের সাপ্তাহিক ছুটি শেষে রোববার সকালে অফিসে এসে ব্যাংক কর্মচারী বিপ্লব সাহা দেখতে পান—অফিসের বাইরের দেয়ালে লাগানো সাইনবোর্ড আগুনে পুড়ে গেছে। তবে এতে ব্যাংকের ভেতরের কোনো সম্পদের ক্ষতি হয়নি।

ঘটনাটি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, “কে বা কারা সাইনবোর্ডে আগুন দিয়েছে তা তদন্ত করা হচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, এর আগের দিন ২১ নভেম্বর (শুক্রবার) ভোরে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের পান্টি শাখায় পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা।

Share.
Leave A Reply

Exit mobile version