‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব তানজিনা রইসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বৃহস্পতিবার (১০ জুলাই) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তানজিনা রইস ছুটি নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছিলেন, তবে নির্ধারিত সময়ের পর তিনি আর দেশে ফেরেননি। এনবিআর একাধিকবার তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠালেও তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন।

এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ), ৩(গ) ও ১২(১) অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বরখাস্তকালীন তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version