আজ গর্ব ও আনন্দের সঙ্গে এক বছরের পথচলা পূর্ণ করল সময় সমাচার। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, নিরপেক্ষ বিশ্লেষণ ও পাঠকের আস্থাকে ভিত্তি করে যাত্রা শুরু করা এই সংবাদমাধ্যমটি অল্প সময়েই পাঠকপ্রিয়তার শীর্ষে জায়গা করে নিয়েছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই সময় সমাচার দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর দ্রুত ও নির্ভুলভাবে তুলে ধরার পাশাপাশি সমাজের নানা ইতিবাচক উদ্যোগ, সাধারণ মানুষের কথা এবং অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। ডিজিটাল প্ল্যাটফর্মে আধুনিক সাংবাদিকতার মানদণ্ড বজায় রেখে সময় সমাচার পাঠকের কাছে বিশ্বাসযোগ্যতার প্রতীক হয়ে উঠেছে।
এই এক বছরে পাঠকদের ভালোবাসা ও সহযোগিতা সময় সমাচারকে এগিয়ে চলার প্রেরণা জুগিয়েছে। একই সঙ্গে সাংবাদিক, সম্পাদক, প্রযুক্তি ও সৃজনশীল টিমের নিরলস পরিশ্রম এই সাফল্যের মূল শক্তি।
বর্ষপূর্তি উপলক্ষে সময় সমাচারের পক্ষ থেকে সকল পাঠক, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। আগামী দিনগুলোতেও সত্যের পথে অবিচল থেকে আরও সাহসী, সময়োপযোগী ও মানসম্মত সংবাদ উপহার দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সময় সমাচার।

