রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১২ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে জসীম উদ্দিন সড়কে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, হায়েস মডেলের মাইক্রোবাসটিতে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে নিকটস্থ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন ওভারহিটই আগুন লাগার মূল কারণ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


