বাংলাদেশ প্রথম ম্যাচে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ১৬ রানে হেরে যায়। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৫০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও ১৩৫ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে ওয়েস্ট ইন্ডিজ এক ম্যাচ হাতে রেখেই ১৪ রানের জয় নিয়ে সিরিজ জয় করে।

ইনিংসের শুরুতে ওপেনার তানজিদ হাসান তামিম ভালো খেলেন। ৪৮ বলে তিন চার ও তিন ছক্কায় তিনি ৬১ রান করেন। কিন্তু তার আউটের পর ব্যাটিং লাইন ভেঙে পড়ে। অধিনায়ক লিটন দাস ১৭ বলে মাত্র ২৩ রান করতে সক্ষম হন। এছাড়া জাকের আলি অনিক (১৮ বলে ১৭) এবং শামিম হোসেন (২ বলে ১) ব্যর্থ হন।

শেষ দিকে রিশাদ হোসেন ও নাসুম আহমেদ চেষ্টা করলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। শেষ ১১ বলে ২৬ রানের প্রয়োজন থাকলেও তারা ১১ রানের বেশি তুলতে পারেননি।

ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস বলেন, “আমাদের বোলাররা সত্যিই দারুণ করেছে। তাদের জন্য খারাপ লাগছে, কারণ ব্যাটসম্যানরা সেরাটা দিতে পারেনি। আমি যদি আরও কিছুক্ষণ উইকেটে থাকতাম, তাহলে ম্যাচটা জেতা সম্ভব হতো। ১৩-১৪ ওভার পর্যন্ত আমার উইকেটে থাকা উচিত ছিল। উইন্ডিজের বোলিং ভালো ছিল, কিন্তু ফিল্ডিং ততটা ভালো ছিল না। তারা একাধিক ক্যাচ মিস করার পরও আমরা জয় অর্জন করতে পারিনি।”

Share.
Leave A Reply

Exit mobile version