ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানান, এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

বিবিসির খবরে বলা হয়েছে, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির সরকারের ওপর আরও চাপ সৃষ্টির কৌশল হিসেবেই এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে ‘ইরানের সঙ্গে ব্যবসা’ বলতে ঠিক কোন ধরনের লেনদেন বা কার্যক্রম বোঝানো হচ্ছে, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।

বর্তমানে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত। সাম্প্রতিক দিনগুলোতে ইরানে বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প একাধিকবার সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। এরই ধারাবাহিকতায় এবার শুল্ক আরোপের নতুন ঘোষণা এলো।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, “যে কোনো দেশ যদি ইরানের সঙ্গে ব্যবসা করে, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সব ধরনের বাণিজ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। এই আদেশ চূড়ান্ত।”

তবে ট্রাম্পের এই ঘোষণার বিষয়ে এখনো বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি হোয়াইট হাউজ। কোন কোন দেশ এই শুল্কের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, সে সম্পর্কেও কিছু জানানো হয়নি।

এদিকে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৫০০ জন বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর অন্তত ৪৮ সদস্য নিহত হয়েছেন। সংস্থাটির আশঙ্কা, প্রকৃত নিহতের সংখ্যা এর চেয়েও অনেক বেশি হতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version