চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধ তাড়াতাড়ি সম্ভব সমাপ্তি করতে চান যুক্তরাষ্ট্রে নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে বিশেষ দূত হিসেবে মনোনীত মার্কিন রাজনীতিবিদ কিথ কেলগ এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রুশ সংবাদমাধ্যম তাস এ খবর নিশ্চিত করেছে।

মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে কিথ কেলগ বলেন, ট্রাম্প যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনের সংঘাত শেষ করতে চান।

তিনি বলেন, চলমান এ যুদ্ধ শেষ হওয়া দরকার এবং আমি মনে করি ট্রাম্প এটি করতে সক্ষম। তার ক্ষমতার ওপর আমার অনেক আস্থা আছে।

কেলোগ জোর দিয়ে বলেন, ইউক্রেনের সংঘাতের অবসান যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং পুরো বিশ্বের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। ইউক্রেনে নব নিযুক্ত এই রাষ্ট্রদূত আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বা তার সেনাদের কোনো সহায়তা দেওয়ার চেষ্টা করছেন না ট্রাম্প।

ট্রাম্প আসলে ইউক্রেনকে বাঁচানোর এবং তাদের সার্বভৌমত্ব রক্ষা করার চেষ্টা করছেন। তিনি নিশ্চিত করতে যাচ্ছেন, এটি ন্যায়সঙ্গত এবং এটি ন্যায্য।

Share.
Leave A Reply

Exit mobile version