সময় সমাচার ডেস্ক :

ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (১৪ এপ্রিল) রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, আমরা বলে আসছি যে আলোচনা ও ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে এই ঐক্য সম্ভব হবে। আমরা সফল হবো।

নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ সমস্যারও সমাধান হয়ে যাবে।

এসময় দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি অতীতের সব ধুলোবালি জঞ্জাল উড়িয়ে দিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি হবে। 

Share.
Leave A Reply

Exit mobile version