২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জয়ের মাধ্যমে আলোচনায় আসেন পিয়া জান্নাতুল। র‍্যাম্প মডেলিং থেকে শুরু করে চলচ্চিত্রে অভিনয়—সবখানেই নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি। বিশেষ করে ‘চোরাবালি’ সিনেমায় তার অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় এই তারকা।

নতুন বছরের শুরুতে পিয়া জান্নাতুল ভক্ত ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে প্রকাশ করেছেন এক আবেগমাখা বার্তা। নিজের ফেসবুক পোস্টে তিনি তুলে ধরেছেন ফেলে আসা বছরের সুখ-দুঃখ, প্রাপ্তি আর বেদনাবিধুর স্মৃতির কথা।

পোস্টে পিয়া উল্লেখ করেন, সদ্য বিদায়ী বছরটি তার জীবনে ছিল ঘটনাবহুল ও চ্যালেঞ্জে ভরা। তিনি লেখেন, ‘বছরটি অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছে, যার মধ্যে আমার বাবার মৃত্যু ছিল সবচেয়ে বড় শোক।’ একই সঙ্গে তিনি বিগত সময়ের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

দুঃখের মাঝেও কৃতজ্ঞ থাকার মানসিকতার কথা জানিয়ে পিয়া বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা কৃতজ্ঞ থাকতে পেরেছি। কারণ আমাদের সন্তান, নিজেদের এবং আমাদের চারপাশের কিছু মানুষ ও পশুপাখির জন্য কিছু করতে পেরেছি। মহান আল্লাহর কাছে এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই।’

বার্তার শেষাংশে জীবনের নতুন অধ্যায়ে সবার দোয়া ও সমর্থন কামনা করে তিনি লেখেন, ‘আমাদের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, অভিনয়ের বাইরে আইন পেশাতেও সমানভাবে সক্রিয় পিয়া জান্নাতুল। তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এর আগে হবিগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে তিনি পেশাগতভাবে যুক্ত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version