ক্রীড়া ডেস্ক

জামাল-হামজারা এশিয়ান কাপ বাছাইয়ের খেলা শুরু করেছেন। আফিদাদের সেই লড়াই জুন মাসের তৃতীয় সপ্তাহে। এজন্য বাফুফে আগামী সপ্তাহ থেকে প্রস্তুতি শুরু করছে।


জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা, সিনিয়র ফুটবলার মনিকা চাকমা ও সুমাইয়া ৬ এপ্রিল সকাল দশটায় থিম্পুর উদ্দেশে রওনা হবেন। এর আগের দিন তারা বাফুফে ভবনে ক্যাম্পে যোগ দেবেন। তাদের সঙ্গে ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল বৈঠক করবেন। ফেডারেশন থেকে আজ খেলোয়াড়দের এমন বার্তাই দেয়া হয়েছে, যা একাধিক মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে।

বৃটিশ কোচ পিটার বাটলারের অনুশীলন এড়িয়ে চলছেন সাবিনারা। এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শুরু হওয়ার আগেই সাবিনারা ভুটানে রওনা হচ্ছেন। কোচ-খেলোয়াড় দ্বন্দ্ব নিরসন এবং এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের সম্ভাবনা- পরিকল্পনা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হতে পারে। বাটলার-খেলোয়াড়দের দ্বন্দ্ব নিরসনে ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল উভয় পক্ষের সঙ্গে একাধিকবার বসেছেন। এরপরও আনুষ্ঠানিক সমাধান হয়নি। বাটলার জুনিয়র দল নিয়েই আরব আমিরাত সফর করেছেন। এশিয়ান কাপ সামনে রেখে খেলোয়াড়-কোচ-ফেডারেশন সব পক্ষকেই একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে।

সাবিনারা চার জন পারো এফসিতে খেলবেন। মাসুরা, রুপ্না ও সাগরিকার ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলার বিষয় চূড়ান্ত হলেও তারা এখনো বিমান টিকিট পাননি। বাটলারকে এড়িয়ে চলছিলেন ১৮ ফুটবলার। সেই ১৮ জনের সাত জন ভুটান খেলতে যাচ্ছেন। বাকি ১১ জন কি করবেন সেটাই দেখার বিষয়। অনেক ফুটবলার নমনীয় হয়ে অনুশীলনে ফেরার চিন্তা করলেও আগে ফেডারেশনের সঙ্গে আলোচনা করে তারা কিছু বিষয় তুলে ধরতে চান।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ঈদের সময় দেশের বাইরে ছিলেন। নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ সাফের সভার জন্য শ্রীলঙ্কার কলম্বো আছেন। আগামী পরশু দিন দেশে ফেরার কথা রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version