দেশের বাজারে আবারও রেকর্ড গড়েছে স্বর্ণের দাম। সব ধরনের স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে দেশীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে এ দাম কার্যকর হয়েছে।
নতুন দাম (প্রতি ভরি)
- ২২ ক্যারেট স্বর্ণ: ১,৮৯,৬২১ টাকা
২১ ক্যারেট স্বর্ণ: ১,৮১,০০২ টাকা
১৮ ক্যারেট স্বর্ণ: ১,৫৫,১৪২ টাকা
সনাতন পদ্ধতি: ১,২৮,৭০০ টাকা
এর আগে প্রতি ভরির দাম ছিল যথাক্রমে ১,৮৫,৯৪৭ টাকা (২২ ক্যারেট), ১,৭৭,৫০৩ টাকা (২১ ক্যারেট), ১,৫২,১৪৫ টাকা (১৮ ক্যারেট) এবং ১,২৬,১৪৬ টাকা (সনাতন পদ্ধতি)।
রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী দাম:
- ২২ ক্যারেট রুপা: ২,৫৭৮ টাকা
২১ ক্যারেট রুপা: ২,৪৪৯ টাকা
১৮ ক্যারেট রুপা: ২,১১১ টাকা
সনাতন পদ্ধতি: ১,৫৮৬ টাকা
এই সমন্বয়ের ফলে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছাল স্বর্ণ। এতদিন সর্বোচ্চ দাম ছিল প্রতি ভরি ১,৮৫,৯৪৭ টাকা।