আজ ১৩ ডিসেম্বর—বর্তমান প্রজন্মের গ্ল্যামারাস ও জনপ্রিয় চিত্রনায়িকা মৌ খান-এর জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত তিনি।
মডেলিংয়ের মাধ্যমে ২০১৫ সালে মিডিয়ায় তার কর্মজীবন শুরু হয়। পরিশ্রম, আত্মবিশ্বাস ও নিজস্ব স্টাইলের কারণে খুব অল্প সময়েই তিনি দর্শকদের নজর কাড়তে সক্ষম হন। এরপর ২০১৯ সালে পরিচালক মোহাম্মদ আসলামের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত ‘প্রতিশোধের আগুন’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে তার। চোখ ধাঁধানো সৌন্দর্য, নজরকাড়া গ্ল্যামার এবং সাবলীল অভিনয়ে তিনি চলচ্চিত্রপ্রেমীদের প্রশংসা কুড়ান।
অভিনয়ের পাশাপাশি সফল উদ্যোক্তা হিসেবেও পরিচিত মৌ খান। তিনি ফেজমো লিমিটেড-এর কর্ণধার হিসেবে ব্যবসায়িক অঙ্গনেও নিজের অবস্থান শক্ত করেছেন।
জন্মদিনের এই বিশেষ দিনে জনপ্রিয় এই তারকার জন্য রইল শুভকামনা। আগামী দিনগুলো হোক আরও সাফল্য, সুস্থতা ও নতুন অর্জনে ভরপুর—এই প্রত্যাশাই সকলের।

