একজনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে ১০টির বেশি মোবাইল সিম নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে এই কার্যক্রম শুরু হবে।

সম্প্রতি জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, একজন গ্রাহক তার এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন রাখতে পারবেন।

এর বেশি সিম নিবন্ধিত থাকলে আগামী বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার করতে হবে।

গ্রাহকদের জানানো হয়েছে, তারা নিজেদের পছন্দমতো ১০টি সিম সক্রিয় রাখতে পারবেন। এর অতিরিক্ত সিম থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে সেগুলো ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে।

সময়সীমা শেষ হওয়ার পর কমিশন দৈবচয়নের (র‌্যান্ডম সিলেকশন) মাধ্যমে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে, বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রাহকরা জানতে পারবেন তাদের এনআইডির বিপরীতে কয়টি সিম নিবন্ধিত আছে —
এর জন্য যে কোনো অপারেটর (গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক বা টেলিটক) থেকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:

১. মোবাইলের ডায়াল প্যাডে লিখুন *16001#
২. ফিরতি বার্তায় আসা নির্দেশনা অনুযায়ী জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা পাঠান
৩. কিছুক্ষণের মধ্যেই এসএমএসে জানতে পারবেন, সংশ্লিষ্ট এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত আছে এবং কোন কোন অপারেটরের

Share.
Leave A Reply

Exit mobile version