অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয়ের মাধ্যমে যেমন দর্শকের মন জয় করেছেন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্ত-অনুরাগীদের কাছে সমান জনপ্রিয়। নিয়মিত নিজের ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করেন তিনি। এবার ভিন্ন রূপে ধরা দিলেন এই তরুণী অভিনেত্রী।
সম্প্রতি আইফোন ১৭ হাতে পাওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফারিণ। শেয়ার করা ছবিতে দেখা যায়, সোফায় বসে আছেন তিনি। পরনে কালো টপ আর প্রিন্টেড স্কার্ট, খোলা চুলে মিষ্টি হাসি—হাতে ধরা নতুন আইফোন। ছবির ক্যাপশনে ছোট্ট করেই লিখেছেন, “পেয়েছি।”
ছবিটি প্রকাশের পরই কমেন্ট বক্সে ভক্তদের নানা প্রতিক্রিয়া ভেসে আসে। একজন লিখেছেন, “মাশাআল্লাহ, হাসিটা অনেক সুন্দর লাগছে।” আরেকজনের মজার মন্তব্য, “টাকা নেই বলে আজ কিনতে পারলাম না।”
উল্লেখ্য, তাসনিয়া ফারিণ ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক করেন। মায়ের ইচ্ছাতেই তার অভিনয়যাত্রা শুরু। ২০১৮ সালে বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে কাজ করেন তিনি। একই বছর ভালোবাসা দিবসে প্রচারিত ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটক তাকে আলোচনায় এনে দেয়।