ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ডিইউ এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী অনলাইনে রিটার্ন দাখিল (ই-ফাইলিং) সম্পর্কিত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণটি ১ নভেম্বর ২০২৫, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ড. আব্দুল্লাহ ফারুক কনফারেন্স হলে (১০ তলা) অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. শহিদুল জাহিদ, এবং প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন এনবিআরের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য জি এম আবুল কালাম কায়কোবাদ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্য দুপুরের খাবার ও চা সহ রেজিস্ট্রেশন ফি ১,০০০/= টাকা ধার্য করা হয়েছে। রেজিস্ট্রেশন বিকাশের মাধ্যমে করা যাবে ০১৭১৩-৫৯৯৫৪০ অথবা ০১৭১৪-৭৯৮৭১৮ নম্বরে।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন: কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন, অতিরিক্ত কর কমিশনার মোঃ হাফিজ আল আসাদ, অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ আমিরুল করিম মুন্সী, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যুগ্ম কর কমিশনার মুসতবা ইশতিয়াক আহমদ।

ডিইউ এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচি কর সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি ও অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজভাবে শিখতে আগ্রহী শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য গুরুত্বপূর্ণ একটি সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version