হামলা ও অগ্নিসংযোগের ঘটনার কারণে শুক্রবার প্রকাশিত হয়নি দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার। একই সঙ্গে দুই গণমাধ্যমের অনলাইন কার্যক্রমও প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে আকস্মিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সবাইকে দ্রুত অফিস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। এর ফলে পত্রিকা অফিসের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হন তারা।

এই পরিস্থিতিতে শুক্রবার ছাপা সংস্করণ প্রকাশ করা সম্ভব হয়নি। পাশাপাশি প্রযুক্তিগত ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে অনলাইন প্ল্যাটফর্মও আপাতত স্থবির হয়ে পড়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে কয়েকশ বিক্ষুব্ধ ব্যক্তি প্রথমে দৈনিক প্রথম আলো এবং পরে দ্য ডেইলি স্টার–এর কার্যালয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ঘটনার সময় পত্রিকা দুটির বেশ কয়েকজন সাংবাদিক ও কর্মী ভবনের ভেতরে আটকা পড়েন।

পরে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হামলাকারীদের সরিয়ে দেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে ভবনের ভেতরে আটকা পড়া সাংবাদিক ও কর্মীদের উদ্ধার করেন।

Share.
Leave A Reply

Exit mobile version