খুলনা প্রতিনিধি :

সুন্দরবনের আদাচাই ফরেস্ট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, করিম শরীফ বাহিনী তার সদস্যদের নিয়ে সুন্দরবনের একটি এলাকায় অবস্থান করছে। এরপর রাতেই বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা এবং নৌবাহিনীর যৌথ অভিযানে ওই এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি গভীর বনের দিকে পালিয়ে যায়। পরে সাঁড়াশি অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, একটি তাজা গুলি ও ছয় রাউন্ড ফাঁকা কার্তুজসহ করিম শরীফ বাহিনীর সহযোগী মো. আল আমিনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে শুক্রবার খুলনায় আরও একটি অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড ও পুলিশ মিলিতভাবে বাহিনীর আরেক সদস্য রেজাউল গাজী বাবুকে আটক করে।

কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি এবং অস্ত্র ও রসদ সরবরাহে সহায়তা করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “সুন্দরবন ও উপকূলীয় এলাকায় ২৪ ঘণ্টা টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে কোস্ট গার্ড। এতে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। ভবিষ্যতেও সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Share.
Leave A Reply

Exit mobile version