ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসে সাঁজোয়া যানে বিস্ফোরণ ঘটিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাসের যোদ্ধারা। গতকাল শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রোববার সকালে দুই সেনার মৃত্যুর তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
নিহত সেনারা হলেন ক্যাপ্টেন আমির সাদ (২২) এবং সার্জেন্ট ইনন নুরিয়েল ভানা (২০)। তারা দুজনই গোলানি বিগ্রেডের নজরদারি ইউনিটে কর্মরত ছিলেন।
আইডিএফ তাদের প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে, নিহত সেনারা একটি নামির সাঁজোয়া যানের ভেতর বসা ছিলেন। ওই সময় সেটিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়।
ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, হামাসের যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বের হয়ে আসেন। এরপর যে পথ দিয়ে এপিসি চলাচল করে সেখানে বিস্ফোরণ পুঁতে রাখে। সাঁজোয়া যানটি সেখানে আসা মাত্র বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই সেনা নিহত এবং এক কর্মকর্তা আহত হন।
এ ঘটনার পর আরেকটি সাঁজোয়া যান লক্ষ্য করে হামাসের যোদ্ধারা বোমা নিক্ষেপ করে বলে জানিয়েছে ইসরায়েল। তবে ওই বোমাটি বিস্ফোরিত হয়নি। এতে করে দ্বিতীয় সাঁজোয়া যানের কোনো সেনা হতাহত হয়নি।
যে সাঁজোয়া যানে দুই সেনার মৃত্যু হয়েছে সেটিতে কীভাবে বিস্ফোরণ ঘটল সেটির আসল কারণ জানতে তদন্ত চলমান আছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।