বিনোদন ডেস্ক :

বলিউডের প্রথম সারির তালিকায় রয়েছেন শাহরুখ খান, সালমান, আমির খানের মত তারকারা। নাম, খ্যাতি, সম্পত্তিও কম নেই। বলিউডে একদিকে যখন তিন খানের রাজত্ব অন্যদিকে নীরবে, দৃঢ় হাতে এক ব্যক্তি গড়ে তুলেছেন এক অলক্ষ্য সাম্রাজ্য। তার নাম রনি স্ক্রুওয়ালা। সম্প্রতি ফোর্বস প্রকাশিত ধনকুবেরদের তালিকায় একমাত্র বলিউড সংযুক্ত নাম হয়ে উঠে এল তারই পরিচিতি। শাহরুখ, সালমান, আমির বা আদিত্য চোপড়া—সবাইকে ছাপিয়ে রনি এখন ভারতের ২০৫ জন বিলিয়নিয়ারের একজন।

মুম্বাইয়ের সন্তান রনি শুরু করেছিলেন একেবারে অন্য পথে—টুথব্রাশ তৈরির ব্যবসা দিয়ে। কিন্তু নাট্যজগতের প্রতি ভালোবাসা, আর ক্যামেরার পেছনে গল্প গড়ার আকাঙ্ক্ষা তাকে টেনে আনে বিনোদনের জগতে। আশির দশকে কেবল টিভি বিপ্লবের অন্যতম পথিকৃত তিনি। তারপর নব্বইয়ের দশকে খুললেন নিজস্ব প্রযোজনা সংস্থা—যেখানে একের পর এক সময়ের আগের ছবি তৈরি হতে থাকল।  

‘স্বদেশ’, ‘রং দে বসন্তি’, ‘উরি’, ‘স্যাম বাহাদুর’—এইসব ছবির পেছনে যে বুদ্ধিদীপ্ত, ঝুঁকি নিতে জানে এমন এক প্রযোজক ছিলেন, অনেকেই তা ভাবেননি প্রথমে। কিন্তু সিনেমা তার কাছে শুধু গল্প নয়, তা ছিল দৃষ্টিভঙ্গি বদলানোর অস্ত্র।  

২০১২ সালে ডিজনির কাছে নিজের সংস্থা বেচে দিলেও, থেমে যাননি রনি। ২০১৭-তে আবারও ফিরলেন নিজস্ব প্রযোজনা ঘরানা নিয়ে। আজকের দিনে তার মোট সম্পত্তির পরিমাণ ১৫০ কোটি ডলার—মানে প্রায় ১২,৯৯৬ কোটি রুপি। তুলনায় শাহরুখের সম্পত্তি প্রায় ৬ হাজার কোটি, সালমানের ৩ হাজার ৩৭৯ কোটি, আর আমিরের ১ হাজার ৯০৭ কোটি। এমনকি আদিত্য চোপড়ার ৬ হাজার ৯৩৮ কোটি টাকার সম্পত্তিও রনির ধারে কাছে আসে না।  

রনি দেখিয়ে দিয়েছেন, চলচ্চিত্র শুধু নায়ক-নায়িকার ঝলক নয়—পর্দার আড়ালে থেকেও বদলে দেওয়া যায় ইতিহাসের রূপরেখা।

Share.
Leave A Reply

Exit mobile version