মেহেরপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সরকারি বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসি থেকে শর্টসার্কিট হয়ে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বুধবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার পর হঠাৎ করে পুলিশ সুপারের সরকারি বাসভবনের দ্বিতীয়তলার একটি কক্ষে আগুন দেখা যায়। তাৎক্ষণিকভাবে বাসভবনে থাকা পুলিশ সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসেন। আগুনে ভবনের দ্বিতীয়তলায় থাকা বিভিন্ন জিনিসপত্র আগুনে পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনের দ্বিতীয়তলার একটি কক্ষে এসির লাইন থেকে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়।
মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ডিএডি সাকরিয়া হায়দার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। আধাঘণ্টার মধ্যে আগুন পুরো নিয়ন্ত্রণে চলে আসে। ক্ষয়ক্ষতির নিরূপণে কার্যক্রম চলমান রয়েছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাউদ্দিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সময় পুলিশ সুপার অফিসে ছিলেন। দুর্ঘটনার সময় বাসায় কেউ ছিলেন না।
তিনি বলেন, ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিস কাজ করছে। তবে উপরের তলায় বেশিরভাগ জিনিস আগুনে পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ সুপারের বাসভবনের সামনে পথচারী ও স্থানীয়রাসহ উৎসুক জনতার ভীড় জমে যায়।


