সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এক শোকবার্তায় বাফুফে জানায়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন প্রভাবশালী নেত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একজন মুক্তিযোদ্ধা ও মানবতার পক্ষে দৃঢ় কণ্ঠস্বর হিসেবে তার অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার রাজনৈতিক জীবন ও ভূমিকা বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

শোকবার্তায় আরও বলা হয়, নেতৃত্ব ও সংগ্রামের যে অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন, তা বহু মানুষের স্মৃতিতে অম্লান হয়ে থাকবে। তার মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

বাফুফে জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিবৃন্দ, নির্বাহী কমিটির সদস্যগণ, সাধারণ সম্পাদকসহ ফেডারেশনের সকল স্থায়ী কমিটি এবং কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version