সময় সমাচার ডেস্ক :

রাজধানী ঢাকার বাসিন্দাদের যানজট থেকে কিছুটা স্বস্তি দিতে সপ্তাহে একদিন একেক এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ রাখা হয়। এ বিষয়ে আগে থেকে না জেনে গিয়ে দেখলেন মার্কেট বন্ধ রয়েছে। এমন অবস্থায় মেজাজ ও মন দুটোই খারাপ হওয়া স্বাভাবিক। আসুন জেনে নিই বুধবার (২১ মে) রাজধানীতে যেসব এলাকার মার্কেট ও দোকানগুলো বন্ধ থাকে।

যেসব মার্কেট বন্ধ থাকবে
যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।

যেসব এলাকার দোকানপাট বন্ধ
বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য এবং উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।

Share.
Leave A Reply

Exit mobile version