ছোটপর্দার জনপ্রিয় ও আলোচিত অভিনেতা নিলয় আলমগীর বাবা হলেন।

বৃহস্পতিবার রাতে (২৭ নভেম্বর) তাঁর স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি কন্যাসন্তানের জন্ম দেন। এটি তাঁদের প্রথম সন্তান।

বাবা হওয়ার সুখবরটি অভিনেতা নিজেই জানান।

বৃহস্পতিবার ফেসবুক ভেরিফায়েড পেজে নবজাতকের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন “আলহামদুলিল্লাহ, কন্যা সন্তানের বাবা হলাম। নাম রুশদা মাইমানাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

এই আনন্দঘন সংবাদ প্রকাশের পর থেকেই শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন নিলয়–হৃদি দম্পতি। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা মন্তব্যের ঘরে অভিনন্দন ও দোয়ার বার্তা পাঠাচ্ছেন।

অভিনেতা নিলয় আলমগীর ২০২১ সালের ৭ জুলাই তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের-এর মাধ্যমেই তাঁদের পরিচয়, যা পরবর্তীতে পারিবারিক আয়োজনে বিয়েতে রূপ নেয়। এটি হৃদির প্রথম বিয়ে হলেও অভিনেতার দ্বিতীয় বিয়ে।

Share.
Leave A Reply

Exit mobile version