রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসা জনতার একটি অংশ হঠাৎ করে প্রথম আলোর কার্যালয়ে প্রবেশ করে। এরপর তারা কার্যালয়ের বিভিন্ন অংশে ভাঙচুর চালায় এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়। এতে ভবন ও ভেতরের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভাঙচুরের ঘটনা চলছিল বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Share.
Leave A Reply

Exit mobile version