ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের জন্য এখন পর্যন্ত ১২ লাখ ৫৭ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ নিবন্ধন করছেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (আজ) সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধনকারীর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৩৭ হাজার ৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৩ হাজার ২০ জন।

প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক ২ লাখ ৫ হাজার ৬১৩ জন নিবন্ধন করেছেন। এ ছাড়া কাতার থেকে ৭০ হাজার ২৭৪ জন, মালয়েশিয়া থেকে ৬৮ হাজার ৮০৩ জন, ওমান থেকে ৫০ হাজার ৪৪৯ জন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ৩১ হাজার ৬৭৪ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।

দেশের অভ্যন্তরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৫ লাখ ২১ হাজার ৯৮১ জন ভোটার।

জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লা, যেখানে নিবন্ধন করেছেন ৯২ হাজার ৮৯৪ জন। এরপর ঢাকায় ৮৬ হাজার ৫০৯ জন এবং চট্টগ্রামে ৭৮ হাজার ৬৮১ জন ভোটার নিবন্ধন করেছেন।

আসনভিত্তিক হিসেবে ফেনী-৩ আসনে সর্বাধিক ১৪ হাজার ৫২৬ জন নিবন্ধন করেছেন। দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম-১৫ আসন, যেখানে নিবন্ধন ১১ হাজার ৯৬৪ জন এবং তৃতীয় অবস্থানে নোয়াখালী-১ আসন, নিবন্ধন করেছেন ১১ হাজার ৯১৬ জন ভোটার।

এ বিষয়ে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে বলেন, প্রবাসী ভোটার নিবন্ধন ৭ লাখ ছাড়াবে বলে আমরা আশাবাদী। একই সঙ্গে দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন ১০ লাখে পৌঁছাবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তার আগেই প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ চলছে।

এদিকে পোস্টাল ভোটে নিবন্ধনের সময়সীমা আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, এর আগে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল। তবে প্রবাসী ও দেশের অভ্যন্তরের বিভিন্ন ক্যাটাগরির ভোটারদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের ক্ষেত্রে প্রবাসী ভোটারদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

Share.
Leave A Reply

Exit mobile version