পাকিস্তানি সেনাবাহিনীর গত দুই দিনের অভিযানে কমপক্ষে ২৩ জন আফগান তালেবান সদস্য নিহত হয়েছেন।

রবিবার (৭ ডিসেম্বর) এ তথ্যটি জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ।

সংবাদমাধ্যমটির দাবি, বেলুচিস্তানের চামান সীমান্তে এসব সংঘর্ষ ঘটে এবং একটি বিশ্বস্ত সূত্র থেকে নিহতের সংখ্যাসহ পুরো ঘটনাটি নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, শুক্রবার মধ্যরাতে সীমান্তের জামান সেক্টরে আফগান সেনারা প্রথমে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ছোট অস্ত্র দিয়ে গুলি ছোড়ে। এর জবাবে পাকিস্তানি সেনারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়। শুরুতে হালকা অস্ত্র ব্যবহার করা হলেও প্রায় ৪৫ মিনিটের গোলাগুলির পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পাল্টা জবাবের সক্ষমতা যেন আফগান তালেবান বাহিনীর না থাকে, সেজন্য পাকিস্তানি সেনারা পরবর্তীতে ভারী অস্ত্র—রকেট লঞ্চার, কামান ও ভারী গুলিবর্ষণের সরঞ্জাম—ব্যবহার করে। এতে আফগান তালেবানদের তিনটি সীমান্তচৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

একটি সূত্রের দাবি, সাধারণ আফগান নাগরিকদের ক্ষতি এড়াতে পাকিস্তানি সেনারা ‘নির্ভুল অস্ত্র’ ব্যবহার করেছে।

প্রথম দফার হামলার পর তালেবান সেনারা জনবহুল এলাকায় অবস্থান নেয় এবং সেখান থেকেও গুলি ছোড়ে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের পক্ষ থেকেও সেই জনবহুল এলাকায় ভারী অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।

Share.
Leave A Reply

Exit mobile version