অন্তর্বর্তী সরকা‌রের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সে‌নের স‌ঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ ক‌রে‌ছেন বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

রোববার (৩১ আগস্ট) এক বার্তায় এ তথ‌্য জানায় পররাষ্ট্র মন্ত্রণাল‌য়। গত বৃহস্প‌তিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার দপ্তরে সাক্ষা‌ৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য় জানায়, গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সে‌নের স‌ঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ ক‌রে‌ছেন বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। রাষ্ট্রদূত হিসেবে দা‌য়িত্ব নেওয়ার পর এটি ছিল উপ‌দেষ্টার স‌ঙ্গে তার প্রথম সাক্ষাৎ।

উল্লেখ্য, গত ৭ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ ক‌রে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। তি‌নি সা‌বেক রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারের স্থলাভিষিক্ত হন।

Share.
Leave A Reply

Exit mobile version