নানা জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে শুরু হয়েছে বিপিএলের ঢাকা পর্ব, আর শুরুতেই জমে উঠেছে উত্তেজনা। উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন চট্টগ্রাম রয়্যালসের পেসার শরীফুল ইসলাম। তার তাণ্ডবের সামনে দাঁড়াতেই পারেনি নোয়াখালী এক্সপ্রেস; পুরো দল গুটিয়ে যায় মাত্র ১২৬ রানে।

শুক্রবার (১৬ জানুয়ারি) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শরীফুল ৩ ওভার ৫ বল বোলিং করে খরচ করেন মাত্র ৯ রান এবং তুলে নেন ৫টি গুরুত্বপূর্ণ উইকেট। এই অসাধারণ স্পেলের মধ্য দিয়ে বিপিএলে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়ে পাঁচ উইকেট নেওয়ার নতুন রেকর্ড নিজের করে নেন তিনি।

এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন আবু হায়দার রনি। ২০১৪ সালে ফরচুন বরিশালের বিপক্ষে রংপুরের জার্সিতে ১২ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। যদিও বিপিএলের ইতিহাসে এক ম্যাচে সেরা বোলিং ফিগারের কৃতিত্ব এখনও তাসকিন আহমেদের দখলে—গত আসরে দুর্বার রাজশাহীর হয়ে তিনি ১৯ রান খরচায় শিকার করেছিলেন ৭ উইকেট।

এদিকে নোয়াখালীর ব্যাটিং লাইনআপ পুরো ম্যাচজুড়েই ছিল চাপে। কেউই বড় ইনিংস খেলতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন হাসান ইসাখিল, আর জাকের আলী অনিক করেন ২৩ রান। চট্টগ্রামের বোলিং আক্রমণে শরীফুলের পাশাপাশি স্পিনার মেহেদী হাসানও দারুণ ছন্দে ছিলেন; তিনি মাত্র ১২ রান দিয়ে নেন ৩টি উইকেট।

Share.
Leave A Reply

Exit mobile version