আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান নিজের বিচার প্রক্রিয়া টেলিভিশনে সরাসরি সম্প্রচারের অনুমতি চেয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এ বিষয়ে অনুমতি প্রার্থনা করে আদালতে আবেদন করেছেন তিনি।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ ইনুর পক্ষে তার আইনজীবীরা আবেদনটি উপস্থাপন করেন। একই দিনে এ আবেদন নিয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। গত সোমবার (১৫ ডিসেম্বর) মামলার পঞ্চম সাক্ষী হিসেবে কাশিমপুর কারাগার-২–এর সাবেক ডেপুটি জেলার সাখাওয়াত হোসেন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। তিনি জব্দ তালিকার সাক্ষী হিসেবে জবানবন্দি উপস্থাপন করেন।
পরবর্তী শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২ নভেম্বর হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য ১ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়। ওই দিন আদালতে আটটি অভিযোগই আসামির কাছে পড়ে শোনানো হলে ইনু নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন।
এর আগে গত ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে পুলিশ হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি একাধিক মামলায় কারাবন্দি রয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা এই জাসদ নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া আসনে জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন।

