পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে সাড়া জাগানো প্রতিবেদন লিখে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এ সম্মানিত হয়েছেন দৈনিক ভোরের পাতা-এর অপরাধ ও অনুসন্ধান বিভাগের প্রতিবেদক খান শান্ত।

শনিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানের লেকশোর হাইটস হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “বর্তমান সময়ে অধিকাংশ পাঠক ও দর্শক ডিজিটাল মাধ্যমে সংবাদ গ্রহণ করছেন। এই পরিবর্তনশীল সময়ের সঙ্গে তাল মিলিয়ে যারা দ্রুত, সঠিক ও দায়িত্বশীলভাবে তথ্য পৌঁছে দিচ্ছেন, তারাই প্রকৃত সাংবাদিক—আমরা তাদের সম্মান জানাই।”

দীর্ঘদিন ধরে খান শান্ত যমুনা টেলিভিশন, আনন্দ টেলিভিশনসহ দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে অপরাধ, সেবা ও সিটি করপোরেশন বিটে প্রতিবেদক এবং চিত্র সাংবাদিক হিসেবে কাজ করছেন। বিশেষ করে পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে তার অনুসন্ধানী প্রতিবেদনটি দেশজুড়ে আলোড়ন তোলে এবং পাঠক-সমালোচকদের প্রশংসা কুড়ায়।

অ্যাওয়ার্ড প্রাপ্তির পর খান শান্ত বলেন, “সাংবাদিকতা আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আমি নিরলসভাবে কাজ করে যেতে চাই। এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল।”

‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এর বিভিন্ন ক্যাটাগরিতে এ বছর সেরা প্রতিবেদক, সেরা ফিচার নিউজ, সেরা ভিডিও রিপোর্টার এবং সেরা অনুসন্ধানী সাংবাদিকতা বিভাগে সাংবাদিকদের সম্মাননা জানানো হয়। এর মধ্যে অন্যতম ছিলেন খান শান্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. তৃণা ইসলাম ও ফয়সাল তিতুমীর, যারা পুরো আয়োজনে সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

খান শান্তর এ অর্জন দেশের তরুণ সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করেছেন—তিনি ভবিষ্যতেও অনুসন্ধানী সাংবাদিকতায় আরও বড় সাফল্য অর্জন করবেন এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবেন।

Share.
Leave A Reply

Exit mobile version