সোমবার, জুলাই ২৮

প্রায় ৮ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি সাকিব আল হাসান। এর মাঝে জাতীয় দল বেশ কিছু সিরিজ খেললেও ব্রাত্য ছিলেন তিনি। সামনে এশিয়া কাপ। সেখানে সাকিবকে খেলতে দেখার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ২০২৫ এশিয়া কাপে যেন না থেকেও আছেন দেশের জার্সিতে অসংখ্য রেকর্ড গড়া টাইগার অলরাউন্ডার।

প্রায় ৮ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি সাকিব আল হাসান। এর মাঝে জাতীয় দল বেশ কিছু সিরিজ খেললেও ব্রাত্য ছিলেন তিনি। সামনে এশিয়া কাপ। সেখানে সাকিবকে খেলতে দেখার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ২০২৫ এশিয়া কাপে যেন না থেকেও আছেন দেশের জার্সিতে অসংখ্য রেকর্ড গড়া টাইগার অলরাউন্ডার।

সনি লিভ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে ৩০ সেকেন্ডের একটি প্রোমো ছেড়েছে। সেখানে সাকিবের ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হওয়ার অংশ দেখানো হয়েছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের পাশাপাশি ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, শুভমান গিল, জাসপ্রিত বুমরাহদের দেখা গেছে। আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খানও আছেন সেই প্রোমোতে। সাকিব, বুমরাহ, গিলদের সেই প্রোমোতে সবচেয়ে বড় তারকা বলা হয়েছে।

২০২৫ এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচ শুরুর সময় এখনো জানানো হয়নি। তবে গতকাল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সূচি প্রকাশ করেছে। আর তাতেই যেন বেজে গেল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের দামামা। ভারতীয় সম্প্রচারক সনি লিভ ৩০ সেকেন্ডের ভিডিওতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের বিভিন্ন অ্যাকশনের খণ্ডিত চিত্র দেখানো হয়েছে।

১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এক দিন বিরতি দিয়ে ১৩ মার্চ লিটন-তামিমদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ১৬ সেপ্টেম্বর, আফগানিস্তানের বিপক্ষে।

Share.
Leave A Reply

Exit mobile version