বিভিন্ন কর্মকাণ্ডে আলোচিত-সমালোচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর ভাটারা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
টিকটকার মামুনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ইনচার্জ মো: রাকিবুল হাসান।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে।’
প্রিন্স মামুনের গ্রেফতারের বিষয়ে লায়লা গণমাধ্যমকে বলেন, ‘মামুন গ্রেফতার হয়েছে এটা সত্য। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে আমি নিশ্চিত নই। ওঁর বিরুদ্ধে অনেক মামলাই চলছে।’
এবারই প্রথম না। এর আগে গত বছর ১০ জুন রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করা হয়।
মামলার অভিযোগে লায়লা উল্লেখ করেন, তিন বছর আগে সামাজিকমাধ্যম ফেসবুকে প্রিন্স মামুনের পরিচয় হয় তার। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে লায়লার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মামুন। এরপর মামুন জানায় ঢাকায় থাকার জায়গা নেই তার। যেহেতু মামুনের সঙ্গে প্রেমের সম্পর্ক এবং বিয়ের আশ্বাস দিয়েছে তাই সরল মনে মামুনকে নিজের বাসায় থাকার জায়গা দেন লায়লা।
২০২২ সালে মামুন তার মাকে নিয়ে লায়লার বাসায় উঠেন এবং বসবাস শুরু করেন। সেসময় থেকেই মামুন লায়লার সঙ্গে একই রুমে থাকতে শুরু করেন। এর মধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন মামুন। লায়লার বাসায় থাকাকালে মামুনের বাবা-মাও আসতেন। এরপর বিয়ের জন্য বললে মামুন বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতেন।