বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে নির্ধারিত এয়ার অ্যাম্বুল্যান্সটি পূর্বঘোষিত সময় অনুযায়ী আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসছে না।

এরই মধ্যে অপারেটর প্রতিষ্ঠান বেবিচকের কাছ থেকে নেওয়া অবতরণ ও উড্ডয়নের অনুমোদন বাতিলের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বেবিচক সূত্র জানায়, জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান এফআই এভিয়েশন গ্রুপ তাদের এয়ার অ্যাম্বুল্যান্সটির ঢাকায় অবতরণ ও উড্ডয়নের জন্য আগে নেওয়া অনুমোদন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে। অনুমোদন বাতিলের বিষয়টি প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এয়ার অ্যাম্বুল্যান্সটিকে মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় অবতরণের এবং একই দিন রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়নের অনুমতি দিয়েছিল। যদিও এয়ার অ্যাম্বুল্যান্সটি জার্মানির প্রতিষ্ঠান এফআই এভিয়েশনের, তবে সেটি কাতারের আমিরের পক্ষ থেকে ভাড়া করা হয়েছিল।

Share.
Leave A Reply

Exit mobile version