গেজেটের পক্ষে অবস্থান নিয়ে কর ক্যাডার অ্যাসোসিয়েশনের আজ শনিবার আহ্বান করা সভাটি মুলতবি করা হয়েছে। বিকালে এনবিআর ভবনে বর্ধিত সভাটি হওয়ার কথা ছিল।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খানের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এনবিআরের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন। এতে কর ও কাস্টমস ক্যাডার অ্যাসোসিয়েশন থেকে দুজন করে মোট চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে হয়েছে। তাদেরকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছে।

আন্দোলনকারীদের দাবি, কোনো নিয়ম মেনে এই অধ্যাদেশ জারি করা হয়নি। কোনো গেজেট প্রকাশ করার আগে আলোচনার মাধ্যমে সম্মতির প্রয়োজন হয়। এখানে তেমনটা করা হয়নি।

উল্লেখ্য, কর ক্যাডার অ্যাসোসিয়েশনের মোট সদস্য ৪৯। এদের মধ্যে পদত্যাগ করেছেন ৩১ জন। অবশিষ্ট আছেন সভাপতি, সেক্রেটারিসহ মোট ১৮ জন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার। অবশ্য, একটি পক্ষ গেজেটের বিরুদ্ধে অবস্থান নিয়ে কলম বিরতিসহ বহিরাগতদের দিয়ে এনবিআর ভবনের সামনে বিভিন্ন কর্মসূচি করতে ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। আর গেজেটের পক্ষে অবস্থান নিয়ে কর ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থাকে আজ বিকালে এনবিআর ভবনে বর্ধিত সভা আহ্বান করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা যুগান্তরকে বলেন, ‌”যারা গেজেট বাতিলের জন্য আন্দোলন করছেন, তারা কার্যত এনবিআর প্রশাসনসহ সরকারকে অস্থিতিশীল করতে চান। এরা প্রকারান্তরে পতিত আওয়ামী লীগ সরকারের চক্রান্ত বাস্তবায়নে লিপ্ত। তারা মূলত ‌‘স্যাবটাজ লীগ’র সদস্য।”

তারা জানান, ‘নবসৃষ্ট দুই বিভাগের মাধ্যমে কীভাবে কর ও কাস্টমস ক্যাডারের পেশাগত স্বার্থ, কাঙ্ক্ষিত ক্যারিয়ার প্লানিং, রাজস্ব আয় বাড়ানো এবং জনস্বার্থ সুরক্ষা করা যায়- সে বিষয়ে তারা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা অব্যাহত রাখবেন।’

উল্লেখ্য, গত ১২ মে রাতে এনবিআর বিলুপ্ত করে বহুল আলোচিত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারি করেছে অন্তর্বর্তী সরকার।

Share.
Leave A Reply

Exit mobile version