সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ-এ নেওয়া হবে। পরে তাকে কবি কাজী নজরুল ইসলাম-এর পাশে সমাহিত করা হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে জানানো হয়, পরিবারের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। শনিবার মিছিলসহ মরদেহ সেন্ট্রাল মসজিদে নেওয়া হবে। এ সময় শৃঙ্খলা বজায় রাখা ও সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়। মরদেহ দেখার সুযোগ থাকবে না।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে হাদির মরদেহ পৌঁছায় এবং পরে হিমাগারে নেওয়া হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন হাদি। অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতাল ঢাকা-এ চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি মারা যান।

