চোটের ধাক্কায় আপাতত বড় বিপদেই পড়েছে রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত ছন্দে থাকা কিলিয়ান এমবাপে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায় তাকে ছাড়াই লা লিগা ও অন্যান্য প্রতিযোগিতায় খেলতে হবে স্প্যানিশ ক্লাবটিকে। বাম হাঁটুতে স্প্রেইনের কারণে আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে রিয়ালের আক্রমণভাগের পরিকল্পনা।
লা লিগার বর্তমান শীর্ষ গোলদাতাকে হারানো যে সহজ নয়, সেটি ভালো করেই জানেন কোচ জাবি আলোনসো। তবে সবচেয়ে বড় প্রশ্ন—এমবাপে ঠিক কবে আবার মাঠে ফিরবেন? এই মুহূর্তে তার কোনো স্পষ্ট উত্তর নেই কোচের কাছেও।
গত বুধবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ নিশ্চিত করে, এমবাপের বাম হাঁটুতে মচকে যাওয়ার সমস্যা ধরা পড়েছে। ইএসপিএনকে দেওয়া তথ্য অনুযায়ী, রোববার রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগার ম্যাচে খেলবেন না ফরাসি ফরোয়ার্ড। শুধু তাই নয়, সৌদি আরবে অনুষ্ঠিতব্য স্প্যানিশ সুপারকোপায় তার অংশগ্রহণ নিয়েও রয়েছে যথেষ্ট অনিশ্চয়তা।
বেতিস ম্যাচের আগে শনিবার সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, ‘আমরা চাই যত দ্রুত সম্ভব তাকে ফিরিয়ে আনতে। সে জন্য ক্লাবের মেডিকেল টিম সর্বোচ্চ চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘তার অনুপস্থিতির সময় যেন দীর্ঘ না হয়, সেদিকে আমরা বিশেষভাবে নজর দিচ্ছি। কিন্তু সে কবে পুরোপুরি প্রস্তুত হবে, তা এখনই বলা কঠিন।’
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের জার্সিতে এমবাপে এখন পর্যন্ত করেছেন ২৯ গোল। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে শারীরিক অস্বস্তির কারণে কিছুটা ভুগতে দেখা গেছে তাকে। গত ডিসেম্বরে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি, যদিও এরপর ২০২৫ সালের শেষ তিনটি ম্যাচে ফিরে আবার নিজের ছন্দে ফেরেন।
এই মৌসুমে লা লিগায় রিয়ালের ১৮ ম্যাচের প্রতিটিতেই খেলেছেন এমবাপে এবং করেছেন ১৮ গোল। ২০২৫ সালের শেষ ম্যাচে সেভিয়ার বিপক্ষে গোল করে এক পঞ্জিকাবর্ষে ৫৯ গোলের ক্লাব রেকর্ডে ভাগ বসান তিনি—যে রেকর্ডটি দীর্ঘদিন ধরে ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে।
এমবাপের চোটে রিয়ালের সামনে এখন কঠিন পরীক্ষা। তার অনুপস্থিতিতে দল কতটা কার্যকরভাবে নিজেদের সামলাতে পারে, সেটিই নির্ধারণ করে দেবে আগামী কয়েক সপ্তাহের গল্প।

