জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) মধ্যে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডাব্লিউ) সিস্টেম ব্যবহারের বিষয়ে চুক্তি সই হয়েছে।
রোববার (২০ জুলাই) রাজস্ব বোর্ডের জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।
এনবিআর জানায়, বিএসডাব্লিউ এরই মধ্যে কার্যকর করা হয়েছে। এটি মূলত একটি অনলাইন প্ল্যাটফর্ম, যা ব্যবহার করে একজন আমদানিকারক-রপ্তানিকারক পণ্য খালাসের জন্য প্রযোজ্য সব ধরনের সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিটের ( সিএলপি) জন্য অনলাইনে আবেদন করে স্বয়ংক্রিয়ভাবে সিএলপি সংগ্রহ করতে পারবেন।
আর সিএলপি নেওয়ার আগে ব্যবসায় পরিচিতি নম্বর বা বিন ব্যবহার করে বিএসডাব্লিউ নিবন্ধন করতে হবে। এ সিস্টেম ব্যবহারের ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমে যেসব সুবিধা পাওয়া যাবে সেগুলো হলো:
১. একটি কমন প্ল্যাটফর্মে আমদানি-রপ্তানি পণ্যের জন্য প্রযোজ্য সার্টিফিকেট, লাইসেন্স এবং পারমিট সংক্রান্ত সব কার্যক্রম সংশ্লিষ্ট সব সংস্থা কর্তৃক যুগপৎভাবে অনলাইনে সম্পন্ন করা হবে।
২. সরকারি কাজে ব্যক্তিগত যোগাযোগ (হিউম্যান ইন্টারেকশন) না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
৩. পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে সময় ও ব্যয় হ্রাস পাবে।
৪. দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে আস্থা সৃষ্টির মাধ্যমে বিনিয়োগ ও বাণিজ্যের প্রসার ঘটবে।
এনবিআর আরও জানায়, এরই মধ্যে ৩৮টি দপ্তর/সংস্থা/মন্ত্রণালয়ের মধ্যে এ ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ পর্যন্ত বিএসডাব্লিউ ব্যবহার করে ৪ লাখ ৩১ হাজার ১৬৯টি লাইসেন্স ও পারমিট স্বয়ংক্রিয়ভাবে করা হয়েছে। সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিটগুলোর ৮৫ দশমিক ৩০ শতাংশ একঘণ্টার কম সময়ে এবং ৯৪ দশমিক ১৪ শতাংশ একদিনের কম সময়ে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় ইস্যু করা হয়েছে।