অমর একুশে বইমেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে ডাস্টবিনে স্থাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবারবইমেলার প্রথম দিনে সেই ডাস্টবিনে ময়লা ফেলেছেন এমন একটা ছবি ফেসবুকে পোস্ট করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিবের ওই পোস্ট শেয়ার করে অভিনেত্রী ও হুমায়ূন আহমেদ স্ত্রী মেহের আফরোজ শাওন লিখেছেন, উনার ডাস্টবিন মার্কা রুচির পরিচয়, ভাগ্যিস এই বইমেলা দেখার জন্য হুমায়ূন আহমেদ নেই।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মেহের আফরোজ শাওন তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বইমেলার ওই পোস্টটি শেয়ার করে এমন মন্তব্য করেছেন।

শাওন তার ফেসবুক পোস্ট লিখেছেন, ‘আজ পহেলা ফেব্রুয়ারি, অমর একুশে বইমেলার প্রথম দিন।  দায়িত্বশীল পদে থাকা ছবির এই ভদ্রলোকটি দিতে পারতেন চমৎকার কিছু কথা সহ বইমেলা উদ্বোধনের ছবি। মেলার প্রথম দিনে কোন বই কিনলেন কিংবা কোন কোন বই কেনার আগ্রহ রাখেন সেটাও সবাইকে জানাতে পারতেন। কিন্তু তিনি ফেসবুকে নিজ দেয়ালে নিচের ছবি দিয়ে উনার ডাস্টবিন মার্কা রুচির পরিচয় দিয়ে দিলেন। হায়… তবে কি বাংলাদেশ ২.০ এর ক্ষমতাবানেরাও ভাবছেন যে তারা চিরস্থায়ী বন্দোবস্তে আছেন!  ভাগ্যিস… এই বইমেলা দেখার জন্য হুমায়ূন আহমেদ নেই…।’

এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) অমুর একুশে বইমেলার প্রথম দিনে এই ডাস্টবিনে উৎসুক দর্শনার্থীদের ঘৃণাভরে ময়লা ফেলতে দেখা যায়। এদিন ময়লা ফেলেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। হাসিনার প্রতি ঘৃণা জানিয়ে মানুষের ময়লা ফেলার অসংখ্য ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই ডাস্টবিনে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে বিনে জঞ্জাল নিক্ষেপ।’

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেইজে এই ডাস্টবিনের একটি ছবি পোস্ট লিখেছে, ‘আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৫। বইমেলায় এলে আপনার হাতের অপ্রয়োজনীয় ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলবেন না। মেলার অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর রাখুন, আবর্জনামুক্ত থাকুন।’

Share.
Leave A Reply

Exit mobile version